Logo
Logo
×

জাতীয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যানজট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যানজট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ব্যাচের শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরু করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তারা শাহবাগে অবস্থান নেন।

এর আগে তারা সায়েন্স ল্যাব মোড়ে দুপুরের পর থেকেই পথে বসে অবস্থান নেন।

সেখান থেকে কর্মসূচি শেষ করে তারা শাহবাগে এসে পরিষ্কারভাবে ক্লাস শুরুর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় তারা চরম অসন্তোষে আছেন।

দ্রুত ক্লাস শুরু না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

গত ২৩ সেপ্টেম্বর ইউনিভার্সিটির পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ এবং বিষয় ও কলেজ চয়েজের ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল- নির্বাচিত শিক্ষার্থীদেরকে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করতে হবে এবং ৩০ অক্টোবর থেকেই ক্লাস শুরুর কথা ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার