দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘন্টাব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করে।
এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসী ও ল্যাবরেটরির সামনে দীর্ঘলাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের।
কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সদর হাসপাতালের ফার্মাসিস্ট জসিম উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) কুমিল্লা অঞ্চলের সভাপতি আতিকুর রহমান, জেলা মেডিকেল টেকনোলজিষ্টর (ফিজিও) সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন ও ভবানীগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট অলিউল্লা মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা জানায়- দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে।
ফার্মাসিস্ট জসিম উদ্দিন বলেন, যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামী ৩ ডিসেম্বর চার ঘন্টার কর্মবিরতি পালিত হবে। তারপরও না মানলে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি দেয়া হবে।
ফার্মেসির সামনে ওষুধের জন্য অপেক্ষায় থাকা বিলকিস আক্তার বলেন, বাড়িতে বাচ্চা রেখে ডাক্তার দেখাতে এসেছি। ওষুধের জন্য প্রায় ১ঘন্টা দাড়িয়ে আছি। ফার্মাসিস্টরা তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছে, আর আমরা আছি ভোগান্তিতে।