Logo
Logo
×

জাতীয়

সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ গ্রেডে উন্নতি করার দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা কর্মবিরতি ঘোষণা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।

সরেজমিনে ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলিতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়নি। সরকারি হাসপাতালে কর্মবিরতি পালনকালে রোগীদের রক্ত, এক্সরে, সিটি স্ক্যান, এম আর আই পরীক্ষা করাতে চরম ভোগান্তি পোহাতে হয়। অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম স্বাভাবিক ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার