Logo
Logo
×

জাতীয়

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে বিক্ষোভ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এর সামনে রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। তারা পে কমিশনের রিপোর্ট অনুযায়ী দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আন্দোলনরতরা জানান, দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা এবং সদিচ্ছার অভাবে এখনো তা কার্যকর হয়নি। ২০১৫ সালে একবার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েও তা বাস্তবায়িত হয়নি, যা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।

কর্মচারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা কলম বিরতির মতো কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, নবম পে স্কেল বাস্তবায়ন শিক্ষাখাতের কর্মচারীদের মজুরি ও ভাতার উন্নতির ক্ষেত্রে একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছে তারা।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার