Logo
Logo
×

জাতীয়

কর্মচারীদের আল্টিমেটাম শেষ আজ, পে স্কেলের চূড়ান্ত সুপারিশ কবে?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

কর্মচারীদের আল্টিমেটাম শেষ আজ, পে স্কেলের চূড়ান্ত সুপারিশ কবে?

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) পে কমিশনের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কর্মচারীদের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। তবে এখনো কমিশনের পক্ষ থেকে সুপারিশ জমা দেওয়ার বিষয়ে স্পষ্ট ঘোষণা আসেনি।

জাতীয় বেতন কমিশন গত জুলাইয়ের শেষে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে ২৩ সদস্যের কমিটি হিসেবে গঠিত হয়। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে। এরই ধারাবাহিকতায় অনলাইন মতামত গ্রহণ, কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দুই দফায় বৈঠক করেছে কমিশন।

২৪ ও ২৬ নভেম্বর সচিবদের সঙ্গে বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান জানান, আলোচনা ‘ফলপ্রসূ’ হলেও কয়েকজন সচিব অনুপস্থিত থাকায় আবারও বৈঠক হবে। সুপারিশ কবে জমা দেওয়া সম্ভব এ বিষয়ে তিনি জানান, “খুব দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট দিতে পারব বলে আশা করছি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো স্পষ্টভাবে জানিয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ও ১ জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর না হলে কর্মবিরতি, জেলায় জেলায় বিক্ষোভ, ঢাকায় মহাসমাবেশসহ কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

১১-২০ গ্রেডের কর্মচারী ফোরামসহ শিক্ষক, দপ্তরি, গাড়িচালক, রেলওয়ে কর্মচারীসহ ১২টি সংগঠন ইতোমধ্যে যৌথ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন,  ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হলে চাপ বাড়ানো হবে।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা প্রথমে বলেছিলেন বর্তমান সরকারের মেয়াদেই পে স্কেল কার্যকর হবে।

পরে তিনি বলেন নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নেবে। এ অবস্থান বদল কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের বক্তব্য, যেহেতু অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছে তাহলে বাস্তবায়নের দায়িত্বও তাদেরই।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি বাড়ছে। কর–জিডিপির অনুপাত কম, সেই সাথে রাজস্ব আহরণ কমে গেছে। এই বাস্তবতায় সরকার পে স্কেল বাস্তবায়ন নতুন সরকারের ওপর ঠেলছে। তবে ১০ বছর ধরে একই বেতন স্কেলে থাকা কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রয়োজন এ নিয়ে বিতর্ক নেই।

কর্মচারী নেতাদের মন্তব্য ডিসেম্বরেই গেজেট প্রকাশ হলে কর্মচারীরা আশ্বস্ত হবেন। প্রয়োজনে ১ জানুয়ারি থেকে স্কেল কার্যকর করে পরের বাজেটে ‘এরিয়ার’ ব্যবস্থা করতে পারে সরকার।

আজ ৩০ নভেম্বর পে কমিশন সুপারিশ জমা দেয় কি না, তা নিয়েই সবার দৃষ্টি। কর্মচারীদের আল্টিমেটাম শেষ আর সরকার ও কমিশনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ডিসেম্বরের আন্দোলন হবে কি না।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার