Logo
Logo
×

জাতীয়

আজকের আবহাওয়ার খবর: ৩০ নভেম্বর ২০২৫

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

আজকের আবহাওয়ার খবর: ৩০ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার কথাও জানায় সংস্থাটি।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার