সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম
সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া পুনর্নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, যা ট্যাক্সসহ হবে ৩ হাজার ১৯৯ টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, যা ট্যাক্সসহ হবে ৮ হাজার ১৯৯ টাকা।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল, শিক্ষা ও কল্যাণ শাখা) তানভীর হোসেন সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের আলোচনার প্রেক্ষিতে সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া পুনর্নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মন্ত্রণালয় থেকে আমাদের এ তথ্য জানানো হয়েছে।’