Logo
Logo
×

জাতীয়

গৌরীপুরে দর্শক মাতালেন মমতাজ কন্যা জুলিয়া

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

গৌরীপুরে দর্শক মাতালেন মমতাজ কন্যা জুলিয়া

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলায় ফরাজীবাড়ি প্রাঙ্গণে হযরত আজিজুল হক ফরাজী চিশতীর (র.) ৪র্থ বার্ষিকতে দুই দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়েছে।

শেষ দিনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ধর্মীয় আলোচনা, দেহ ও জীবনতত্ত্বের বর্ণনা, বাউলগান অনুষ্ঠিত হয়। এদিন জীবন ও দেহতত্ত্বের বর্ণনায় দর্শক মাতিয়ে তুলেন বাউল শাহ আলম সরকার ও দেশবরেণ্য শিল্পী মমতাজ বেগমের কন্যা জুলিয়া বেগম।

শুক্রবার (২৭ নভেম্বর) ফজর নামাজের পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী দিনে ধর্ম-কর্ম ও জীবন নিয়ে দর্শকদের মন জয় করেন বাউল ফকির চাঁন ও রুবেল সরকার। হযরত ভাগ্যশাহ চিশতী (র.), হযরত রমজান ফকির চিশতী (র.), হযরত আব্দুল খালেক ফকির চিশতী (র) ও হযরত এএম খাতুন চিশতীর (র.) মাজার শরিফের খাদেম ছিলেন হযরত আজিজুল হক ফরাজী চিশতী (র.)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আজিজুল হক ফরাজী চিশতী (র.) কমিটির সভাপতি সিরাজুল হক মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ও গদিনসিন নাজমুল হক ফরাজি। সঞ্চালনা করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাসেদ কাজল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, অচিন্তপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান, মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া, মাজারের পরিচালক মো. দেলোয়ার হোসেন, আঞ্জুরুল হক প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার