Logo
Logo
×

জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের যে সুখবর দিলেন মির্জা ফখরুল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

প্রবাসী বাংলাদেশিদের যে সুখবর দিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দাবির পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রবাসী ভোটারদের রেজিষ্ট্রেশন বাড়ানোর জন্য ‘পোস্টাল ভোটার নিবন্ধন কার্যক্রম ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯’ পর্যন্ত বিশ্বের সব দেশের  জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন তথ্য জানান। তিনি তার ভেরিফায়েড আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লেখেন—প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি যাদের ✔️ বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID) আছে, তারা  Postal Vote BD এপসের মাধ্যমে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন
মির্জা ফখরুল বলেন, আধুনিক, গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে  আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘যারা এখনো পোস্টাল ভোটের জন্য রেজিষ্ট্রেশন করেননি, তারা অবশ্যই ১৮ ডিসেম্বরের পূর্বেই রেজিষ্ট্রেশন করে ফেলবেন।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৩০ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন
২৫ নভেম্বর সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পরপর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।

আরও পড়ুন
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে– দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। 

এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন (২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টা পর্যন্ত) ৩০ হাজার ২৭৯ প্রবাসী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার