পুলিশ ক্যাডারে শীর্ষ তিনজনই মেডিকেলের শিক্ষার্থী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪১ এএম
৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে পুলিশ ক্যাডারে শীর্ষ তিনটি স্থানই দখল করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) রাতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ চিত্র দেখা গেছে।
পিএসসির ফল থেকে জানা গেছে, পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ডা. আল ফারাবী। এতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ডা. সাদিয়া মিতু। আর তৃতীয় হয়েছেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ডা. হাদীদ হাসান হিমেল।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের দুই হাজার ৩০৯টি পদের বিপরীতে এক হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হল।
এর আগে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছরের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ছয় হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।