Logo
Logo
×

জাতীয়

হারিয়ে যাওয়া ৬০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:২১ এএম

হারিয়ে যাওয়া ৬০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর

হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়।

এ সময় এসপি ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এটিএম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মালিকেরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় জেলার ৮টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন মালিকরা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার