Logo
Logo
×

জাতীয়

৪৪তম বিসিএসে পররাষ্ট্রে দ্বিতীয়, ৪৫ এ স্বাস্থ্যে প্রথম ডা. আবরার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:১১ এএম

৪৪তম বিসিএসে পররাষ্ট্রে দ্বিতীয়, ৪৫ এ স্বাস্থ্যে প্রথম ডা. আবরার

৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে দ্বিতীয় হওয়া ডা. আবরার হাসান ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে তিনি প্রথম হয়েছেন।

ডা. আবরার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন।

আবরার হাসান সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের দুই হাজার ৩০৯টি পদের বিপরীতে এক হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ পেয়েছেন ৫০৭ জন। ৪১৮ জন সহকারী সার্জন হয়েছেন এবং ৮৯ জন সহকারী ডেন্টাল সার্জন হয়েছেন।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। ২০২৩ খ্রিষ্টাব্দের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছরের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ছয় হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার