Logo
Logo
×

জাতীয়

নারী উদ্যোক্তা তনির সাইবার সুরক্ষা মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

নারী উদ্যোক্তা তনির সাইবার সুরক্ষা মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় আকাশ নিবির নামের গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান। এই মামলায় মৌ সুলতানা, তানিয়াসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

আকাশ নিবিরকে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নানা সময়ে গণমাধ্যমকর্মী আকাশ নিবির ও অন্য আসামিরা তনি এবং তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করে আসছিল ও অশ্লীল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। এতে তনির সম্মানহানি হচ্ছিল।

মামলার অভিযোগপত্রে তনি বলেন, আমি ও আমার লিগ্যাল অ্যাডভাইজার ১নং বিবাদীকে আমার বিরুদ্ধে মিথ্যাচার না করার জন্য অনুরোধ করলে ১নং বিবাদী আমার থেকে ১২ লাখ টাকা অথবা একটি প্রাইভেটকার চাঁদা দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে বিবাদী আমাকে নিয়ে এআই সফটওয়্যার দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল করা হুমকি-ধমকি, ভয়-ভীতি প্রদান করে এবং আমাকে ব্ল‍্যাকমেইল করতে থাকে।

এতে আরো বলা হয়, আসামিরা একত্রিত হয়ে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অশ্লীল ভাষায় মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করতে থাকে। এ ছাড়া আমি যদি কোনো ধরনের আইনের আশ্রয় গ্রহণ করি তাহলে বিবাদী আমাকে মেরে ফেলারও হুমকি-ধমকি প্রদান করে। বিবাদীগণ পরস্পর যোগসাজশে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে নিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার আত্মীয়-স্বজনসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে আপত্তিকর ভিডিও তৈরি করে উক্ত ভিডিও ভাইরাল করে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় আমরা আকাশ নিবির নামের একজনকে গ্রেপ্তার করেছি।

তাকে এরইমধ্যে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতে দেখা যায় আকাশ নিবিরকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার