Logo
Logo
×

জাতীয়

যে কারণে হাসিনার পক্ষে আদালতে লড়বেন না পান্না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

যে কারণে হাসিনার পক্ষে আদালতে লড়বেন না পান্না

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করার দায়িত্ব গ্রহণ করছেন না আইনজীবী জেড আই খান পান্না। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি এখনও পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।

তিনি আরও জানান, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এই মামলায় তিনি তার পক্ষে লড়বেন। এছাড়া, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার বিষয়েও তিনি ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন।

আইনজীবীর এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এটি প্রকাশ করছে, শীর্ষ নেতৃত্বের মামলা মোকাবিলায় ব্যক্তিগত ও পেশাগত সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আইনজীবীদের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ।

জেড আই খান পান্না তার বক্তব্যে স্পষ্ট করেছেন, আদালতের প্রতি আস্থা ও ব্যক্তিগত নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য না থাকলে কোনো আইনজীবী চাপে বা অনুপযুক্ত পরিস্থিতিতে তার দায়িত্ব পালন করতে বাধ্য নয়। ভিডিও বার্তায় তিনি আদালত ও আইন প্রক্রিয়ার প্রতি তার ব্যক্তিগত অবস্থানও পরিষ্কার করেছেন।

আইনজীবী হিসেবে পদত্যাগের ঘোষণা হলেও জেড আই খান পান্না অন্যান্য মামলায় যথাযথ আইনি সহায়তা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ঘোষণার ফলে রাজনৈতিক অঙ্গনে শীর্ষ নেতাদের মামলা মোকাবিলা ও আইনি কৌশল নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার