Logo
Logo
×

জাতীয়

বাজারে হঠাৎ স্টক আউট লিলির স্কিনকেয়ার পণ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

বাজারে হঠাৎ স্টক আউট লিলির স্কিনকেয়ার পণ্য

দেশে শীত জমে ওঠার আগেই ত্বক সুরক্ষার বিভিন্ন পণ্যের বাজারে বড় ধরনের সরবতা দেখা দিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনার কসমেটিকস দোকানে লোশন, ক্রিম ও লিপ বামের চাহিদা হঠাৎ বেড়ে যায়। 

ব্যবসায়ীরা বলছেন, এ বছর শীতের প্রভাব দ্রুত অনুভূত হওয়ায় ক্রেতাদের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। দেশজুড়ে শীতের আমেজ বাড়তে শুরু করতেই বাজারে ত্বক সুরক্ষার বিভিন্ন লোশন, ক্রিম ও বামের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। ফলে রাজধানীসহ বিভিন্ন জেলার কসমেটিকস দোকানগুলোতে একাধিক জনপ্রিয় স্কিনকেয়ার পণ্যের স্টক আউট পরিস্থিতি তৈরি হয়েছে।

বিক্রেতারা বলছেন, এ বছর শীত একটু আগেই জেঁকে বসছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় গ্রাহকের ভিড় বেড়েছে প্রায় দ্বিগুণ। বিশেষত শুষ্ক ত্বক রক্ষার লোশন, হাইড্রেটিং ক্রিম এবং লিপ বামের চাহিদা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি বিক্রির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস ও স্কীনকেয়ার ব্র্যান্ড ‘লিলি’। 

বাজার জরিপে দেখা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম ভাগ পর্যন্ত লিলি ব্র্যান্ডের স্কিনকেয়ার পণ্যের বিক্রি প্রায় ৩৫–৪০ শতাংশ বেড়েছে। বিশেষত চাহিদার শীর্ষে আছে লিলি আল্ট্রা সফট সিরাম জেল ক্রিম, লিলি বাটারি সফট নারিশিং স্কিন লোশন, লিলি ডাজেলিং বিউটি হোয়াইটেনিং স্কিন লোশন ও লিলি অলিন পেট্রোলিয়াম জেলি। এসব পণ্যের অনেকগুলোই এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্টক আউট হয়েছে।

ঢাকার নিউমার্কেটের এক বিক্রেতা জানান, ‘লিলি ব্র্যান্ডের পণ্যের চাহিদা এ বছর অন্য সব ব্র্যান্ডকে ছাড়িয়ে গেছে। গ্রাহকরা মানের ওপর আস্থা থাকায় লিলি–র পণ্যই আগে খোঁজেন। ফলে আমরা কয়েকবার স্টক রিফিল করেও রাখতে পারছি না।’

লিলির চীফ বিজনেস অফিসার মারুফুর রহমান বলেন, লিলি পণ্যের মানের বিষয়ে সবসময়ই ভোক্তাদের সর্বোচ্চটাই নিশ্চিত করে। তাই ক্রেতাদের আস্থার নাম এখন লিলি। আমরাই বাংলাদেশে একমাত্র যারা সারা বছর ব্যবহারযোগ্য একটি ইউনিক ‘লিলি আল্ট্রা সফট সিরাম জেল’ নামের ক্রিম এনেছি। জার্মান মেশিনারিজে কঠোর মান নিয়ন্ত্রণে বাংলাদেশে উৎপাদিত একমাত্র পণ্য এটি।ক্রেতাদের জন্য দাম হাতের নাগালে রাখায় চাহিদার শীর্ষে আমাদের পণ্য। আমরা এই ধারাবাহিকতা রাখতে চাই।

ভোক্তারা বলছেন, শীতের শুরুতেই ঠান্ডা ও শুষ্ক বাতাস ত্বককে দ্রুত শুষ্ক করে ফেলছে। তাই সাশ্রয়ী দাম ও ভালো মানের স্কিনকেয়ার পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে। অনেকেই অনলাইনেও অর্ডার দিচ্ছেন, তবে সেখানেও বেশ কিছু লিলি পণ্যের ‘স্টক আউট’ নোটিশ দেখা যাচ্ছে। 

এদিকে, সরবরাহকারীরা জানিয়েছেন, চাহিদা অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়ায় সাময়িক সংকট হয়েছে। তবে আগামী সপ্তাহের মধ্যেই নতুন স্টক মার্কেটে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। বিক্রেতাদের মতে, শীত পুরোপুরি জমে উঠলে এ প্রবণতা আরও বাড়তে পারে। তাই ভোক্তারা আগেভাগেই প্রয়োজনীয় ত্বক সুরক্ষার পণ্য সংগ্রহ করে রাখার পরামর্শ দিচ্ছেন তারা।

এ খাতের বাণিজ্য সংগঠন এসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারর্স এন্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) সভাপতি আশরাফুল আম্বিয়া বলেন, বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদিত হচ্ছে যা, আমাদের ভোক্তাদের আস্থা অর্জন করে চাহিদা মেটাতে সক্ষম। শুধু তাই নয় আমাদের দেশের উৎপাদিত পণ্য এখন পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানি হচ্ছে। সরকারের সুদৃষ্টি পেলে এই খাতে স্বয়ংসম্পুর্ণ হতে পারবে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার