Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনা নয়, ফজলুর রহমানের পক্ষে লড়বেন জেড আই খান পান্না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

শেখ হাসিনা নয়, ফজলুর রহমানের পক্ষে লড়বেন জেড আই খান পান্না

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। তবে, তার সহকর্মী বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে লড়বেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন সম্প্রতি আইসিটিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। প্রথমে বলেছিলাম তাকে ডিফেন্ড করব। পরে আদালত বললেন, আপনি তো পারেন না। কারণ তিনি পলাতক। অন্যদিকে, প্রসিকিউশন বলল, শুধুমাত্র স্টেট ডিফেন্সের উপায় আছে। ঠিক আছে, যেকোনোভাবে তাকে ডিফেন্ড করতে চাই। কিন্তু এখন যেটা দেখলাম, শেখ হাসিনার এই আদালতের প্রতি আস্থা নেই এবং বিশেষ করে আমার বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী ও রাজনৈতিকভাবে আমরা পরস্পর স্বাধীনতার আগে থেকেই জড়িত- অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালত একটি আদালত অবমাননার মামলা করেছেন।’

জেড আই পান্না বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব। এই কারণে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধুকন্যার আস্থা নেই, সেই আদালতে তো তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত নয়, অনৈতিক। সেই কারণে আমি আনুষ্ঠানিকভাবে যদিও নিয়োগ পাইনি, পেলে পরে তাকে আনুষ্ঠানিকভাবে জানাব। আর না পেলে এখান থেকে জানিয়ে দিলাম, আদালতে অন্তত বঙ্গবন্ধুকন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াব না। যা হবার হবে, দেখা যাবে।’ 

তিনি বলেন, ‘এখন বলতে পারেন, বিচার বিভাগের প্রতি আস্থা আছে কি-না? এটা জনগণের কাছেই ছেড়ে দিলাম। জনগণ দেখেন, কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি। আর আইসিটিতে বঙ্গবন্ধুকন্যার যে বিচারটা হয়েছে, এটার প্রতি আন্তর্জাতিকভাবে যারা গত ১৬ বছর ধরে আওয়ামী শাসনের ও বঙ্গবন্ধুকন্যার বিরোধিতা করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক সংগঠনে তাদের মতামত ব্যক্ত করেছে। আর আদালতে যদি আমি সঠিকভাবে, নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি, তাহলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে তো কোনো লাভ নেই।’ 

এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘যতকিছুই হোক, আমি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ডিফেন্ড করব। এটা তাকেও আমি বলেছি এবং তার পাশে থাকব। শুধু এটাই নয়, তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তিনি আমার চেয়েও কঠিন। আমার চেয়েও কেন, অনেকের চেয়েও কঠিন এবং অনমণীয় মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তিনি আপসহীন নেতা, যদিও আরেক দল করে; আমি যদিও কোনো দল করি না। তাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে যাব।’ 

তিনি বলেন, ‘আর আপনার কেউ ভুল বুঝবেন না। আমি তো মানুষ, সাধারণ মানুষ, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। কিন্তু আমি বিক্রয়যোগ্য পণ্য না, কোনো প্রকারের পণ্য না। আমি যখন যেটা সঠিক মনে করেছি, সেটাই করেছি। একটু স্বাধীনচেতা মানুষ আমি। অনেকে পাগল বলে, অনেকে নির্বোধ বলে যে, স্বার্থ কিছুটাই বুঝলাম না। যে যাই বলুক, অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে গালিগালাজও করেছে। আমি রাগ করিনি, কারণ তাদের গালিগালাজের আমি ধরনটা পড়েছি। কিন্তু এভাবে গালিগালাজ করা ঠিক না, ভুল ধরিয়ে দেবেন। যদি শুভাকাঙ্ক্ষী হন ভুল ধরিয়ে দেবেন, বললেন, কিন্তু গালিগালাজ করা ঠিক না। তাহলে তো বট বাহিনীর সঙ্গে আপনাদের কোনো পার্থক্য রইল না।’

শেষে ধন্যবাদ জানিয়ে জেড আই পান্না বলেন, ‘আমি আবারও বলছি, আমি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আইনজীবী হব না। আরেকটি ঘটনা আজ টেলিভিশনে দেখলাম, কোর্টের দিকে তো যাওয়াই যায় না ভিড়ে; সেটা হলো, যে আবেদন করাই হয় নাই রাজউক তাদের জমি দিয়েছে। সেটার জন্য ২১ বছর (শেখ হাসিনাকে) আর সায়েমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। যে আবেদনই করে নাই, তাদের কীভাবে আপনি সাজা দেবেন? কীভাবে, এটা আমি বুঝি না। এগুলো যেহেতু দুদকের মামলা, চেষ্টা করব আপিল করার। অর্থাৎ, আমাকে যদি অনুমতি নাও দেওয়া হয়, যে করবে তার সঙ্গে থাকব।’ 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার