Logo
Logo
×

জাতীয়

তরুণীকে নিয়ে হিরো আলম আসবে সাতক্ষীরায়, গণধোলাই দেওয়ার ঘোষণা জনতার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

তরুণীকে নিয়ে হিরো আলম আসবে সাতক্ষীরায়, গণধোলাই দেওয়ার ঘোষণা জনতার

সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের একটি ভিডিও বার্তা ঘিরে সাতক্ষীরায় উত্তেজনা দেখা দিয়েছে।

আগামী ১ ডিসেম্বর সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে হিরো আলম ও সাথীর আগমন ঘটলে গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছে সাতক্ষীরার তৌহিদী জনতা।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় হিরো আলমকে বলতে শোনা যায়, “আমার সঙ্গে আছেন ভাইরাল সাথী। আগামী ১ তারিখ আমরা সাতক্ষীরার লেকভিউ পার্কে আসছি। যারা ভিডিও বানাতে চান, প্রেম করতে চান, এমনকি বিয়েও করতে চাইলে আসতে পারেন—সবার জন্যই আমন্ত্রণ রইল।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। তাদের একজন আমিনুর রহমান।

তিনি ফেসবুকে পোস্ট করেছেন (হুবহু তুলে ধরা হলো), “এই নর্তকীকে সাথে নিয়ে হিরো আলমকে আগামী ১লা ডিসেম্বর লেকভিউতে গণধোলাই দেওয়ার জন্য সাতক্ষীরার তৌহিদী জনতা রেডি আছে। আপনি ও প্রস্তুত আছেন তো? ধোলাই হবে বাউল স্টাইলে।”

ফেসবুক পোস্টকারী আমিনুর রহমান বলেন, হিরো আলমের কথাবার্তা ও প্রচারণা সমাজের জন্য ক্ষতিকর—এমন মন্তব্য অনেকে করেছেন। তাই মানুষের ক্ষোভ সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

হিরো আলমের অসামাজিক কার্যক্রম সাতক্ষীরার তৌহিদী জনতা কোনোভাবেই বরদাস্ত করবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার