সিলেটে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৩.৩০ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ৩.৪।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসেবে মেঘালয়ের কথা জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট নগরীর বহুদিনের ঝুকিপূর্ণ হিসেবে শনাক্ত ২৪টি ভবন অবশেষে অপসারণের সিদ্ধান্ত হয়েছে। নগর ভবনে আয়োজিত ভূমিকম্পের পূর্বপ্রস্তুতি ও পরবর্তী করণীয় নির্ধারণে সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিসিকের তালিকাভুক্ত ২৪ ঝুঁকিপূর্ণ ভবন হলো-কালেক্টরেট ভবন-৩, সমবায় ব্যাংক ভবন মার্কেট, মহিলাবিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয়, সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মিতালী ম্যানশন, আজমীর হোটেল, মধুবন মার্কেট, মান্নান ভিউ, শুভেচ্ছা-২২৬, চৌকিদেখী ৫১/৩ সরকারি ভবন, নবপুষ্প-২৬/এ, রাজা ম্যানশন, কিবরিয়া লজ, মিতালী-৭৪, মেঘনা-এ-৩৯/২, পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারিছ মঞ্জিল, হোসেইন মঞ্জিল, শাহনাজ রিয়াজ ভিলা, নূরানি-১৪, পৌর বিপণি ও শপিং সেন্টার, প্রভাতী হাউস ও শ্রীধরা হাউস।
ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ কাজে নেতৃত্ব দেওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জজির বিন আলম জানান, তারা নিজেদের উদ্যোগে ৬ হাজার ভবন জরিপ করে ২৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।