Logo
Logo
×

জাতীয়

প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি বার্তা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম

প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি বার্তা

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রিপেইড মিটারে প্রতি মাসের প্রথম রিচার্জের সময় ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কেটে নেওয়া হয়। যদি কোনো মাসে রিচার্জ না করা হয়, তবে পরবর্তী রিচার্জের সময় পূর্ববর্তী মাসের বকেয়া চার্জ স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত বার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রিপেইড মিটার ও পোস্ট-পেইড মিটারের ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার ও খরচ একই, তবে প্রিপেইড মিটারে সরকার প্রণোদনা হিসেবে ব্যবহৃত এনার্জির বিপরীতে ০.৫% রিবেট প্রদান করা হয়। এছাড়া, প্রিপেইড মিটারের সংযোগের জন্য নিরাপত্তা জামানত প্রয়োজন হয় না।

ডিমান্ড চার্জ আবাসিক গ্রাহকের অনুমোদিত লোডের প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা, যা ৫% ভ্যাটসহ কাটা হয়। মিটার ভাড়া বিতরণকারী সংস্থার সরবরাহিত মিটারের জন্য প্রতি মাসে সিঙ্গেল ফেজে ৪০ টাকা এবং থ্রি ফেজে ২৫০ টাকা ধার্য। গ্রাহকের নিজস্ব মিটারের ক্ষেত্রে মিটার ভাড়া প্রযোজ্য নয়। মিটার নষ্ট হলে সংস্থা বিনামূল্যে মিটার বদল করে।

গ্রাহক যেকোনো সময় অনলাইনে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। এটি করা যায় বিকাশ, নগদ, জিপি, রবি, উপায়, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়া সংস্থার ভেন্ডিং স্টেশন, পস এজেন্ট ও ব্যাংক বুথ থেকেও রিচার্জ সম্ভব।

প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হলেও বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বা জরুরি পরিস্থিতিতে ইমার্জেন্সি ক্রেডিট সুবিধা পাওয়া যায়। এই ক্রেডিট ব্যবহার শেষে পরবর্তী রিচার্জে ব্যালেন্স থেকে চার্জ কেটে নেওয়া হয়। তবে অবশিষ্ট ব্যালেন্স থেকে ডিমান্ড চার্জ বা মিটার ভাড়া কাটা হয় না।

বিদ্যুৎ বিভাগ স্পষ্ট করেছে, শুধুমাত্র প্রতি মাসের প্রথম রিচার্জের সময়ই ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটা হয়। মাসিক রিচার্জ না করলে, পরবর্তী রিচার্জে পূর্ববর্তী সব মাসের বকেয়া চার্জ ও মিটার ভাড়া একসাথে পরিশোধ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার