Logo
Logo
×

জাতীয়

১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে ফের আলোচনায় মন্ত্রণালয়-এনটিআরসিএ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে ফের আলোচনায় মন্ত্রণালয়-এনটিআরসিএ

১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আবারও আলোচনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ নিবন্ধনধারীদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে এ আলোচনা হচ্ছে বলে জানা গেছে। 

বুধবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে আলোচনা শুরু হয়। আলোচনায় এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত রয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘১-১২তম নিবন্ধনধারীদের ১৬৬টি মামলা আদালতে রিভিয়ের জন্য রয়েছে। এর আগে আদালত ১৬৬টি মামলার বিষয়ে ৭টি নির্দেশনা দিয়েছিলেন। সবকিছু মিলিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘১-১২তম নিবব্ধনধারীদের নিয়োগ দিতে আমরা চেষ্টা করেছি। নিবন্ধনধারীদের সনদ অর্জনের দিন বয়স হিসেব করলে তাদের নিয়োগ সুপারিশ করা যেত। মন্ত্রণালয় এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। এছাড়া আদালত বয়স বিবেচনায় নির্বাহী বিভাগের (মন্ত্রণালয়) ওপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। যার কারণে ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে আমরা সামনে আগাতে পারিনি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তবে মন্ত্রণালয় নির্দেশনা না দিলে আমাদের করণীয় কিছু নেই। শিগগিরই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার