ট্রাইব্যুনালে সাবেক আইজিপির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে আদালতে অভিযোগ উঠেছে। আজ সোমবার ট্রাইব্যুনাল–১–এ তার আইনজীবী সিফাত মাহমুদ অভিযোগ করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় তদন্ত সংস্থার বর্তমান কো–অর্ডিনেটরের পদোন্নতি হয়নি কেন, তা শহীদুল হকের কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটা জিজ্ঞাসাবাদের বিষয় নয়। এটা অশোভন আচরণ।’
তবে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘অভিযোগ থাকলে আলাদা আবেদন করতে হবে।’ তিনি জানান, সাবেক আইজিপির জিজ্ঞাসাবাদের আবেদন এখন নেই, তাই এই বিষয়ে আবেদন করার সুযোগও নেই।
দুই পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল অভিযোগের শুনানির জন্য ২২ জানুয়ারি দিন ঠিক করেছে। একই দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখও রয়েছে। শুনানির সময় ট্রাইব্যুনালে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি নাম দিয়ে ইসলামি ভাবধারার ৯ তরুণকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির সাবেক ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা গ্রেপ্তার আছেন।
এর বাইরে একই ট্রাইব্যুনালে গণ–অভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৪ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি হবে। এ মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং মেজর রাফাত–বিন–আলম গ্রেপ্তার আছেন। তাদের আইনজীবী আগামী ৪ ডিসেম্বর ভার্চ্যুয়ালি হাজিরা দেওয়ার আবেদনও করেছেন। মামলার অপর দুই আসামি পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং মশিউর রহমান পলাতক। ট্রাইব্যুনাল তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া চানখাঁরপুলে গুলি করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাক্ষী বানানোর অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জেরায় বলেন, ‘এটা সত্য নয়।’ আসামিপক্ষ দাবি করে, যাদের নামে যে পরিমাণ গুলি ইস্যু হয়েছিল, তারা তার কম গুলি জমা দিয়েছেন। তদন্ত কর্মকর্তা তাদের আসামি না করে সাক্ষী বানিয়েছেন। তবে মনিরুল ইসলাম বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়।’
ফার্মগেট এলাকায় গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ মামলায় অভিযোগ দাখিলের শুনানি হবে আগামী ৫ জানুয়ারি। সিলেটে একই সময়ে হওয়া আরেক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।