‘বাউল সরকার আল্লাহকে নিয়ে জঘন্য কুৎসা ও মিথ্যাচার করেছে’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:২৮ এএম
ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের যথাযথ বিচার দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন।
তার বিষয়ে এবার আসিফ সৈকত বলেছেন, ‘বাউল সরকারকে মুক্ত করা যাবেনা। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির বিহিত করতে হবে। সে স্পষ্টত ধর্ম অবমাননা করেছে , আল্লাহ সম্পর্কে জঘণ্য কুৎসা এবং মিথ্যাচার করেছে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে (গায়ে হাত তোলা আমি সমর্থন করিনা, বাট আপনাকে ধর্মপ্রাণ মুসকমানদের দিকে ছুঁড়ে দেয়া মারাত্মক উসকানিটাও ফোকাস করতে হবে)।’
‘বাউলকে এখানে মজহার গ্রুপ টোপ হিসাবে ব্যবহার করেছে তাও আবার বিএনপির সভায়। এই টোপ এবং উসকানী মূলত - মওদূদীবাদ + মজহারবাদ বনাম বিএনপি + ইসলামিক দলগুলোর এক রাজনৈতিক খেলা। প্রথম থেকেই ধর্ম নিয়ে জঘন্য নোংরা এসব খেলা শুরু করেছে মওদূদীবাদ আর মজহারবাদ একত্রিত হয়ে।’
বাউল আবুল সরকার সেই মন্তব্যে আল্লাহর প্রথম সৃষ্টি কোনটি, তা নিয়ে আলোচনা করেছিলেন। তার সেই সব দাবিকেও খণ্ডন করেছেন আসিফ। তিনি লিখেছেন, ‘বাউলের মিথ্যাচারের ব্যাখ্যা- ইসলামী আকীদা অনুযায়ী কোনো সহীহ ও নির্ভরযোগ্য দলিলে সুনির্দিষ্টভাবে বলা নেই যে আল্লাহ আরশ, রূহ বা নূর এর মধ্যে কোনটি আগে সৃষ্টি করেছেন। তবে সহীহ হাদীস ও উলামাদের ব্যাখ্যা থেকে যেটুকু জানা যায় তা হলো -
‘আল্লাহ ছিলেন, আর তাঁর সাথে কিছুই ছিল না। আর তাঁর আরশ ছিল পানির উপর।’ সহীহ আল-বুখারি (হাদীস ৭৪১৮)
অর্থাৎ আরশ সৃষ্টির সময় পানি ছিল, কিন্তু এরও আগে আল্লাহ ছিলেন, আরশ ছিল না। আল্লাহর নূর (আল্লাহর নিজস্ব সত্তার নূর) — এটি সৃষ্ট নয়। কিন্ত - জায়গার আলো/বিশ্বজগতের আলো - এগুলো সৃষ্টি।
একটি হাদীসে প্রায়ই ভুলভাবে বলা হয়- ‘আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন’ — এটি জাল বা অতি দুর্বল বলে মুহাদ্দিসরা মত দেন। তাই এটিকে দলিল হিসেবে ব্যবহার করা যায় না। রূহ সম্পর্কে নিশ্চিত জ্ঞান নেই, কারণ কুরআনে সরাসরি বলা হয়েছে - ‘তোমরা রূহ সম্পর্কে অল্প জ্ঞান পেয়েছ।’ ( সূরা আল-ইসরা ১৭:৮৫)
রূহ কবে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে কোন সহীহ দলিল নেই। রূহ এক রহস্যময় সৃষ্টি, আল্লাহ তার বিস্তারিত মানুষকে জানাননি। আরশ প্রথম দিকের সৃষ্টিগুলোর একটি, পানি থাকার সময় ছিল—সহীহ হাদীস আছে। নূর আল্লাহর নূর সৃষ্ট নয়; অন্য নূর কখন সৃষ্টি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট দলিল নেই।
রূহ কখন সৃষ্টি হয়েছে, তা আল্লাহ জানেন; কোনো স্পষ্ট সহীহ দলিল নেই। কোনটি আগে সৃষ্টি হয়েছে 'আরশ, রূহ, নূর' এ বিষয়ে কোনো সহীহ দলিল নেই।
কুরআন বলছে- ‘এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়া (دخان)।’ সূরা ফুস্সিলাত ৪১:১১। এই ‘ধোঁয়া’ ছিল আকাশ–পৃথিবী সৃষ্টির শুরুর অবস্থা। অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়ার প্রথম ধাপ ছিল ধোঁয়ামূলক বস্তু।
পানি ছিল প্রথম দিকের সৃষ্ট বস্তুগুলোর একটি। কুরআন বলছে- “আর সব জীবন্ত বস্তু আমি পানি থেকে সৃষ্টি করেছি।” সূরা আম্বিয়া ২১:৩০। পানি সৃষ্টি খুব প্রাচীন, প্রথম সৃষ্টির একটি—কিন্তু “প্রথমটিই” বলা হয়নি।
রাসূল (সা:) বলেছেন - “আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন।” (আবু দাউদ, তিরমিযী—হাদীস “হাসান সহীহ”)। প্রথম সৃষ্টি হলো কলম (হাদীস অনুযায়ী), কুরআন এ বিষয়ে সরাসরি কিছু বলে না।’
‘বাউল সরকার কোথা থেকে এসব আজে বাজে তথ্য পেলো সেটা পুলিশকে বের করতে হবে এবং আমাদের জানাতে হবে।’
তার আগে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনও সরব হয়েছেন বিষয়টিতে। তিনি আবুল সরকারকে নিয়ে লেখেন, ‘শিল্পী ফকির বাউল কোনো কিছুর দোহাই দিয়ে উনাকে (আবুল সরকার) ছাড় দেওয়া ঠিক হবে না। দেশীয় আইনে উনার সঠিক বিচার হওয়া উচিত। যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, সেটার প্রাপ্য সাজা যদি উনি না পান, তাহলে এরকম ঘটনা বার বার ঘটতে থাকবে।’
এই চলচ্চিত্র পরিচালক আরও বলেন, ‘শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না। উনার ভিডিওটা দেখলাম, উনার কটূত্বের ভাষা চরম বাজে লেভেলের। উনার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না।’
গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জে নিয়ে আসে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ।
ওইদিন সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামি সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কুরআনের আয়াত ভুল পাঠ করেন, ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে ‘পির’ পরিচয়ে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ধর্ম অবমাননা করেছেন আবুল সরকার।
ওই মামলায় বৃহস্পতিবার তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ। বিকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর ইসলাম বলেন, বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।