Logo
Logo
×

জাতীয়

এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, পুলিশ সুপারকে দণ্ড

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, পুলিশ সুপারকে দণ্ড

পুলিশ সুপার হতে এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে শাস্তি হিসেবে ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে সরকার। 

সোমবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জানি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দিয়েছে সরকার।

সম্প্রতি গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিতভাবে রবিউল মুন্সীকে ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে  পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি।

এরপর গত বছরের ৯ নভেম্বর নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর আব্দুল হান্নান ও তার অধীনস্ত ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়া এলাকায় ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকার ফেরতের জন্য স্বহস্তে লিখিত দলিল গ্রহণ করা হয়।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হান্নান সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে কথোপকথনের সময় বদলি সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত কাজে পুলিশ ব্যবহার স্বীকার করেছেন। পরে কথোপকথন প্রকাশ হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। 

উভয়পক্ষের শুনানি শেষে তদন্ত ও শোনা নোটিশের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার