Logo
Logo
×

জাতীয়

প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ভাড়াটিয়া ও বাড়িমালিকদের নিয়ে বৈঠক করতে যাচ্ছে। ডিএনসিসির আওতাধীন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সমন্বয়ে ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ সংক্রান্ত গোল টেবিল বৈঠক ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, সভায় ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত চলমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। একই সময়ে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ।

ক্যাবের অন্য একটি পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকার ২৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া প্রায় ৫০ শতাংশ, আর ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় করেন বাসা ভাড়া পরিশোধে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩ সালের খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের মধ্যে ৭২ শতাংশই ভাড়া বাসায় থাকেন। নিজের বাসায় থাকেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ। সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য শহরে বসবাসকারীদের মধ্যে ১৮ শতাংশই ভাড়া বাসায় থাকেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে শহরে বাসা ভাড়া বেড়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ।

ঢাকায় বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করছে। প্রতি বছর রাজধানীতে নতুন করে যুক্ত হচ্ছে ছয় লাখ ১২ হাজার মানুষ, এক দিনে এক হাজার ৭০০ জন। ঢাকার জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সবচেয়ে বেশি, প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৪৩ হাজার ৫০০ মানুষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার