তুলিকে বয়কট করে সাজু সমর্থকদের ফের মশাল মিছিল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৫২ এএম
ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে দ্বিতীয় দিনের মত মশাল মিছিল করেছে দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর মূল প্রবেশ পথ গাবতলীতে সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে ২২ নভেম্বর মিরপুর-১ এলাকায় মশাল মিছিল করে সাজুর সমর্থকরা।তবে প্রথম দিন মশাল মিছিলে তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও আজকের মিছিলে তুলিকে বয়কট করেছে মর্মে বক্তব্য দিয়েছে তারা।
দিলু নামে ঢাকা-১৪ আসনের এক ভোটার জানায়, পুরুষের চার বিয়ে নিয়ে তুলির বক্তব্য কুরআন অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে প্রোপাগান্ডা করার প্রতিবাদে আমরা মশাল মিছিল করছি। এছাড়াও সে ঢাকা-১২ আসনের ভোটার।তাকে সম্মান জানিয়ে অনুরোধ করছি তিনি যেন ঢাকা-১২ আসনে ফেরত যায়।
এছাড়াও মশাল মিছিলে বিক্ষুব্ধভাবে এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা বলেন, ঢাকা-১৪ আসনে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এ সময় মশাল মিছিলে ক্ষিপ্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, কফিল উদ্দিন, হানিফকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা জানায়, ৮২টা মামলা খেয়েও তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন এস এ সিদ্দিক সাজু। দুর্দিনে তিনি পাশে থাকলে সুদিনেও কেন থাকবেন না? চূড়ান্ত মনোনয়নে সাজু না আসলে এই আসনে জামায়াত জেতার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর মশাল মিছিলের পর এস এ সিদ্দিক সাজুকে বিএনপি থেকে শোকজ করা হয়।
এছাড়াও ঢাকা-১৪ আসনের ১২৬ জন পদধারী নেতারা এস এ সিদ্দিক সাজুর প্রার্থিতা পুনর্বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন।