Logo
Logo
×

জাতীয়

গুগল ম্যাপের সতর্কতা: যেকোনো সময় ৫.৫ মাত্রার ভূমিকম্প বাংলাদেশে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

গুগল ম্যাপের সতর্কতা: যেকোনো সময় ৫.৫ মাত্রার ভূমিকম্প বাংলাদেশে

গুগলের ম্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে, যা অনুযায়ী যেকোনো মুহূর্তে ৫.৫ মাত্রার ভূমিকম্প ঘটার সম্ভাবনা রয়েছে। এই সতর্কবার্তা ভূকম্পন সংক্রান্ত ডেটা ও পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ডের ভিত্তিতে প্রদান করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূমিকম্পের আগে তাৎক্ষণিক সতর্কবার্তা পাওয়া সবসময় সম্ভব নয়। তাই আগাম প্রস্তুতি, নিরাপদ স্থানে অবস্থান এবং জরুরি পরিকল্পনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুগলের এই নতুন ফিচার ব্যবহারকারীদের সচেতন রাখার পাশাপাশি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করবে।

সাম্প্রতিক একটি ৫.৫ বা ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর, গুগল আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এবং অন্যান্য অ্যাপগুলো ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কতা পাঠায়।

এই ধরনের সতর্কতা অ্যাপে চালু থাকলে, কোনো কম্পন অনুভূত হলে এটি আপনাকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়।

এদিকে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূ-চ্যুতি (ফল্ট) শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। 

অন্যদিকে, সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও ২০ বার এমনটি হতে পারে। যদি ৫.৭ মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে। তিনি নরসিংদীকে এই ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার