Logo
Logo
×

জাতীয়

ভবনে ফাটল, ঐতিহ্যবাহী মালিবাগ মাদরাসা বন্ধ ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ এএম

ভবনে ফাটল, ঐতিহ্যবাহী মালিবাগ মাদরাসা বন্ধ ঘোষণা

সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে ভবনে ফাটল ধরা পড়ায় রাজধানীতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া শারইয়্যাহ মালিবাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসাটির সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম।

তিনি জানান, আজ থেকে আগামী এক সপ্তাহ মালিবাগ মাদরাসা ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া, মালিবাগ মাদরাসার মুহতামিম মুফতি আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, আমরা মাদরাসা বন্ধ ঘোষণা করেছি। ছাত্রদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা এই পদক্ষেপটি নিয়েছি। যেহেতু আফটার শক হচ্ছে বারবার, ছাত্রদের মধ্যে কিছু আতঙ্কও ছড়িয়ে পড়েছে, এজন্য আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার