Logo
Logo
×

জাতীয়

শুটিংয়ের কথা বলে রিসোর্টে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:০৯ এএম

শুটিংয়ের কথা বলে রিসোর্টে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নাটকের শুটিংয়ে অভিনয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে এনে এক মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নাট্যনির্মাতা নাসিরউদ্দীন মাসুদকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, ‘ঘটনার পর থেকে নাসিরউদ্দীন পলাতক ছিল।’

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের একটি রিসোর্টে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মডেল। মামলায় তিন জনকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি নাসিরউদ্দীন।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই মডেলকে নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে শ্রীপুরের একটি রিসোর্টে আনা হয়। রাত ২টার দিকে একটি কক্ষে আটকে রেখে তিন জন ধর্ষণ করে। পরদিন বিকালে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা তার আইফোন কেড়ে নেয়, যার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

ভুক্তভোগী মডেল বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করলে আরও বেশি ভালো লাগতো। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মোবাইলে হুমকি দিয়ে যাচ্ছে। আশা করি ন্যায়বিচার পাবো।’

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘ঘটনার পর থেকে পরিচালক পলাতক ছিল। ওই নারীর করা ধর্ষণ মামলায় উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে আজ। যেহেতু মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে, আশা করা যায় আর কারা জড়িত ছিল, সেটাও জানা যাবে। তার স্বীকারোক্তি অনুযায়ী জড়িত অন্য দুজনকে গ্রেফতার করা হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার