Logo
Logo
×

জাতীয়

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪১ এএম

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সাড়ে ১১ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বনানী থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত সাড়ে বারোটার দিকে পরিস্থিতি শান্ত হয়। 

রাত সাড়ে বারোটায় ঘটনাস্থল থেকে এসআই জুয়েল সরকার যুগান্তরকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তিতুমীর কলেজের সামনের সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। কলেজের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে  ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তবে কিসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার