পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার (২২ নভেম্বর) বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে জরুরি বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন কর্মচারী নেতারা।
ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, পূর্ব ঘোষিত ৭ দফার ভিত্তিতে নবম পে স্কেলের এক দফা দাবিতে ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশন কর্তৃক স্কেলের রিপোর্ট প্রদানের দাবিতে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব উপজেলায় নিজ নিজ অফিসে কর্মচারী বিক্ষোভ করবেন।
এ ছাড়া ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সব জেলা, অধিদপ্তর/দপ্তরে বিক্ষোভ কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন কর্মচারীরা।
এরপরেও দাবি বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করা হবে। পরবর্তী কর্মসূচি মহাসমাবেশ থেকে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ৯ম পে-স্কেল ১:৪-এর ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা করে ৩০ নভেম্বর এর মধ্যে পে-কমিশনের সুপারিশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি করা করেছেন কর্মচারীরা। কর্মসূচি প্রনয়ন সংক্রান্ত আলোচনা সভা শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ র্থ শ্রেণী কর্মচারি ক্লাবে অনুষ্ঠিত হয়।
১১-২০ গ্রেডে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসানের পরিচালনায় ও মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবীর, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সভাপতি মো. লুৎফর রহমান, সভাপতি, সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নানসহ কর্মচারী নেতা জিয়াউল হক, মো. আনিছুর রহমান, খায়রুন নাহার লিপি, মো. রফিকুল আলম, মোঃ ছালজার রহমান, খায়ের আহমেদ, আনোয়ার ফেডারেশন, আমিনুর রহমানসহ প্রায় ৩৫টি জাতীয় ও দপ্তরভিত্তিক সংগঠনের নেতা ও সাধারণ কর্মচারীরা।