ফোর শক অনুভূত, মেইন শক এখনও আসেনি : সতর্কবার্তা
কত হতে পারে মেইন শকের মাত্রা? জেনে নিন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার অনুভূত ভূমিকম্প মূল কম্পনের আগে আগত একটি ফোর শক মাত্র, মূল ভূমিকম্প বা মেইন শক এখনও আসেনি।
তিনি সতর্ক করে বলেন, যদি যথাযথ প্রস্তুতি নেওয়া না হয়, তবে বিপর্যয় অনিবার্য হতে পারে।
শুক্রবার এক বেসরকারি টেলিভিশনের ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “ভূমিকম্প সাধারণত তিনটি পর্যায়ে হয়—ফোর শক, মেইন শক এবং আফটার শক।
শুক্রবারের কম্পনটি ফোর শক ছিল, যা মূল ভূমিকম্পের আগেই একটি সতর্কবার্তা হিসেবে এসেছে। এটি আমাদের সতর্ক করেছে এবং ঝুঁকি অনুভব করিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “২০১০ সালের পর থেকে আমরা প্রায় ৭০০টির বেশি ফোর শক রেকর্ড করেছি। ঢাকার এত কাছাকাছি এত শক্তিশালী কম্পন আশা করা ছিল না।
২০১৪ সালে মাটির গভীরে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, কিন্তু আমরা তখন প্রস্তুত ছিলাম না। এবার যা ঘটেছে তা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। মূল ভূমিকম্প আসার পর পরিস্থিতি কেমন হবে—তার পূর্বানুমান নেই, যা এক বিরাট চ্যালেঞ্জ।”
শাকিল নেওয়াজ বলেন, মেইন শকের মাত্রা রিখটার স্কেলে ৭.৮ বা তার বেশি হতে পারে।
এরপরও থাকবে আফটার শক। তিনি সবাইকে সতর্ক করে বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি না নিলে বিপর্যয়ের প্রভাব অনেক বেশি ভয়াবহ হতে পারে।