Logo
Logo
×

জাতীয়

পে স্কেলের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন কর্মচারীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

পে স্কেলের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন কর্মচারীরা

আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন সরকারি কর্মজীবীরা।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

এতে দাবি আদায় ঐক্য পরিষদে থাকা ১২টি কর্মচারী সংগঠন ছাড়া আরও ডজনখানেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি আসবে বলে নিশ্চিত করেছেন একাধিক কর্মচারী নেতা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, আমাদের ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন এবং আরও ১২-১৫টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে।

আলোচনার পরে আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার