ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
ঢাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। শুক্রবার রাতে সংস্থাটির অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদের স্বাক্ষর করা এক বার্তায় এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।
বার্তায় জানানো হয়, রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী, কলাবাগানসহ মোট ১৪টি এলাকায় ভবনগুলোতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাথমিক পর্যবেক্ষণে ভবনগুলোর দেয়ালে ফাটল ও কাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া গেছে।
এদিকে সংশ্লিষ্ট এলাকায় ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও ত্রাণ দপ্তরের দল পরিদর্শন শুরু করেছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ভবনের পূর্ণাঙ্গ তালিকা ও বিস্তারিত মূল্যায়ন পরে জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।