Logo
Logo
×

জাতীয়

হেলে পড়েছে সাবেক চসিক মেয়রের বহুতল ভবন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:২৭ এএম

হেলে পড়েছে সাবেক চসিক মেয়রের বহুতল ভবন

ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটির মালিক সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটে। তবে চট্টগ্রামের কোথাও প্রাণহাটির ঘটনা ঘটেনি। 

হেলে পড়া ভবনটি নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ মিয়া বাড়ি এলাকায় অবস্থিত। 

এদিকে ভূমিকম্পের সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরীর আগ্রাবাদ, চকবাজারসহ বিভিন্ন এলাকায় লোকজন বাসা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। কম্পনের স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ডের মতো। 

বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ থাকলেও ভূমিকম্পের পর চালু ইউনিটও বন্ধ হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইউনিটটি স্বাভাবিক করা যায়নি বলে জানা গেছে। এছাড়া ভূমিকম্পের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, নগরীর মনসুরাবাদ এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। যদিও ভবনটি আগে থেকে হেলে পড়া ছিল। শুক্রবারের ভূমিকম্পে আরও কিছুটা হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সবকিছু স্বাভাবিক রয়েছে। 

এ বিষয়ে অ্যাসিট্যান্ট ডিরেক্টর (এডি) আনোয়ার হোসেন বলেন, ভবনটি আগে থেকে হেলানো ছিল। তবে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে প্রতিবেদন দেওয়া হবে।  

২০১৬ সালের ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ৬ দশমিক ৯৯ মাত্রার ভূমিকম্পে নগরীতে ১২টি ভবন হেলে পড়েছিল। এর আগে ১৯৯৭ সালের ২১ নভেম্বর ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নগরীর পাঁচতলা ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার