Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে ভূমিকম্প আতঙ্কে রাস্তায় মানুষ, আহত ৬ শতাধিক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

গাজীপুরে ভূমিকম্প আতঙ্কে রাস্তায় মানুষ, আহত ৬ শতাধিক

গাজীপুরে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে নারী-পুরুষসহ অন্তত ছয় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। মহানগরীর চান্দনা চৌরাস্তা, টঙ্গী ও শ্রীপুরে পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে তারা আহত হন। 

এছাড়া টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে ৩০ জন আহত হয়েছেন। তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রের নিজস্ব চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের ফলে ভবন এবং বাড়িঘর কেঁপে উঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসা-বাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

শুক্রবার ছুটির দিন হওয়ায় পোশাক কারখানা তেমন বেশি খোলা ছিল না। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় যে কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল সেগুলোর শ্রমিকেরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে পড়েন। অনেকে নামতে গিয়ে আহত হন। চান্দনা চৌরাস্তা এলাকার একটি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন।

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার জালাল উদ্দিন হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার রাশেদুল হাসান রানা জানান, ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্ক হয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বেশকিছু পোশাক শ্রমিক জালাল উদ্দিন হাসপাতালে এসে চিকিৎসা নেন।

ভোগড়া এলাকার স্থানীয় বাসিন্দা সুবর্ণা ইসলাম বলেন, সকালে রান্না করার সময় হঠাৎ করেই ঘরের সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করে। পরে দেখতে পাই, ঘরের আলমারি এবং শোকেসগুলোও কাঁপছে। শোকেস থেকে অনেক জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে যায়।

টঙ্গী স্টেশন রোড এলাকার স্থানীয় এক বাসিন্দা আলাউদ্দিন বলেন, স্টেশন রোডে একটি ছয়তলা ভবন কাত হয়ে আরেকটি ভবনের সঙ্গে মিশে গেছে। এতে ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় কারখানা শ্রমিকরা ভূমিকম্প আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন বলে জানা গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, এই হাসপাতালে ৫৬ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ৪৯ জন ও শিশু একজন। ২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা জানান, বিকাল পর্যন্ত ৭০ থেকে ৮০ জন শ্রমিক হাসপাতালে রেজিস্টার হয়েছে। তবে হাসপাতালে বেড স্বল্পতার কারণে আহতদের স্বজনরা তাদের এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে গেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।

অন্যদিকে টঙ্গীর কয়েকটি গার্মেন্টস কারখানা থেকে সহস্রাধিক গার্মেন্টস কর্মী একযোগে বাইরে বের হতে গিয়ে পদদলিত হন। এতে প্রায় তিনশ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গীর স্টেশন রোডে ৬ তলা ভবন ১২ তলা ভবনের উপর হেলে পড়েছে। ভূমিকম্পে টঙ্গীর বহু ভবনে ফাটল ও স্থানচ্যুতির ঘটনাও ঘটেছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার