Logo
Logo
×

জাতীয়

যেভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

যেভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন

গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের নির্দিষ্ট মেয়াদ থাকে। যেমন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ৫ বছর, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ১০ বছর। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কালবিলম্ব না করে নবায়ন করে নিতে হবে।

অপেশাদার হলে—

১. ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে করণীয় হলো প্রথমে নির্ধারিত ফি অনলাইনে জমা দেওয়া এবং তারপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত সার্কেল অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করা। মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন পর থেকে প্রতি বছরের জন্য অতিরিক্ত জরিমানা দিতে হবে।

২. অনলাইনে ফি জমা: প্রথমেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইট থেকে নবায়নের জন্য নির্ধারিত ফি (বর্তমানে ৪১৫২ টাকা) অনলাইনে জমা দিন।

৩. মেয়াদোত্তীর্ণ হওয়ার ১৫ দিন পর থেকে প্রতি বছরের জন্য ৫১৮ টাকা জরিমানা প্রযোজ্য হবে। তাই আগেই করুন।

৪. আবেদন ফি জমা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার এলাকার বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন জমা দিন।

বর্তমান নিয়ম অনুযায়ী, লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই এবং কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও সহজ হয়েছে।

পেশাদার হলে

১. পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

৩. গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড প্রিন্টিং-এর সব প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

বিআরটিএ’র নির্দিষ্ট সার্কেল অফিসে নবায়ন ফি জমা দেওয়ার পর জমা রসিদের সঙ্গে বিআরটিএ’র নির্ধারিত ফরম পূরণ করে এর সঙ্গে যা জমা দিতে হবে তা হলো—

১. একজন রেজিস্ট্রার ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য সনদের কপি

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

৩. শিক্ষাগত যোগ্যতার সনদের কপি

৪. সাম্প্রতিক সময়ে তোলা এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার