Logo
Logo
×

জাতীয়

ভূমিকম্পে দেয়াল চাপা পড়ে ছেলে নিহত, বাবা আইসিইউতে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

ভূমিকম্পে দেয়াল চাপা পড়ে ছেলে নিহত, বাবা আইসিইউতে

ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় তার বাবা আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার