ভূমিকম্পের ‘আফটারশক’ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া রূপগঞ্জে দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় ভবন ধসের খবর পাওয়া গেছে।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। তিনি জানান, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার, যার শক্তি খুব বেশি নয়, কিন্তু স্পষ্টভাবে অনুভূত হয়।