Logo
Logo
×

জাতীয়

দেখে নিন ২০২৬ সালের লম্বা ছুটির তালিকা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩১ এএম

দেখে নিন ২০২৬ সালের লম্বা ছুটির তালিকা

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কয়েকটি মাসে রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ।

কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ পাওয়া যায় না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ভ্রমণে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

চলুন দেখে নেয়া যাক ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন-

ফেব্রুয়ারি

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে রয়েছে নির্বাহী আদেশে পবিত্র শবে বরাতের ছুটি। দিনটি বুধবার। তবে এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটির দিন।

মার্চ

২০২৬ সালের মার্চে একদিন ম্যানেজেই রয়েছে টানা ৭ দিন ও ৪ দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ। চাঁদ দেখাসাপেক্ষে ২১ মার্চ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সেদিন সারাদেশে থাকবে সাধারণ ছুটি। আর ঈদের আগে ও পরে ২ দিন করে নির্বাহী আদেশের ৪ দিন সহ মোট ৫ দিন ছুটি থাকবে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ থাকবে নির্বাহী আদেশে শবে কদরের ছুটি। অর্থাৎ ১৮ মার্চ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা পেয়ে যাবেন টানা ৭ দিনের ছুটি।

এছাড়া ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের দুইদিন রয়েছে সাপ্তাহিক ছুটি। এখানে বুধবার (২৫ মার্চ) অথবা রোববার (২৯ মার্চ), যে কোনো একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলে যাবে টানা ৪ দিনের ছুটি। তবে একদিন ম্যানেজ না হলেও মিলবে টানা ৩ দিনের ছুটি।

এপ্রিল

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক্ষেত্রে ছুটি ম্যানেজ করতে হবে ২ দিনের। কেননা ১০ ও ১১ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। আর ১৪ এপ্রিল থাকবে পহেলা বৈশাখের ছুটি। এর আগের দুইদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল ছুটি ম্যানেজ করতে পারলেই মিলে যাবে টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ।

মে

২০২৬ সালের মে মাসে ২ দিন ম্যানেজেই রয়েছে টানা ১০ দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। সেদিন সারাদেশে থাকবে সাধারণ ছুটি। আর ঈদের আগে ২ দিন (২৬ ও ২৭ মে) ও পরে ৩ দিন (২৯, ৩০ ও ৩১ মে) করে নির্বাহী আদেশের ৫ দিন সহ মোট ৬ দিন ছুটি থাকবে।

তবে এ আগে ২২ ও ২৩ মে রয়েছে শুক্র ও শনিবার। যদি কোনোভাবে ২৪ ও ২৫ ছুটি ম্যানেজ করতে পারেন; তাহলেই পেয়ে যাবেন টানা ১০ দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ।

আগস্ট

আগেস্টে দুই দফায় রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। তবে এর জন্য দুই দফাতেই ম্যানেজ করতে হবে একদিন করে ছুটি।

আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ৭ ও ৮ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এছাড়া আগামী ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

অক্টোবর

আগামী অক্টোবরেও রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। এক্ষেত্রে একদিন ম্যানেজেই টানা ৫ দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। কারণ আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপুজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। আর বুধবার (২১ অক্টোবর) রয়েছে বিজয়া দশমীর সাধারণ ছুটি। অর্থাৎ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি ম্যানেজ করতে হবে। কারণ ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

ডিসেম্বর

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। এক্ষেত্রে ১৭ ডিসেম্বর ছুটি ম্যানেজ করতে হবে। কারণ ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে। আর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। অর্থাৎ একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার