পে স্কেলের জন্য কর্মসূচি : সরকারি গাড়িচালকদের জরুরি সভা আহ্বান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
সরকারি কর্মচারীদের ঐক্যের ডাক দিয়ে জরুরি সভা আহ্বান করেছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার বার্তা দিয়ে শুক্রবার (২১ নভেম্বর) এই সভা আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সরকারি গাড়িচালক কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ইসহাক কবির বলেন, ঢাকা মহানগরীর সব সরকারি গাড়িচালকের আগামী শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। সভায় সংগঠনের পক্ষ থেকে পে কমিশনে দেয়া দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পরে পে স্কেল আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে গাড়ি চালকদের মতামত নেয়া হবে।
সংগঠনের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির বলেন, ইসহাক ভাই কর্মচারীদের ঐক্যের ডাক দিয়েছেন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকারি গাড়ি চালকদের নিয়ে আগামী ২১ নভেম্বর বিকেল ৪টায় এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতিতে ঢাকা মহানগরের সব দপ্তর হতে অন্ততপক্ষে তিনজন করে গাড়িচালককে আসতে বলা হয়েছে। তারা নিজেদের সুচিন্তিত মতামত দেবেন, সেই মতামতের আলোকে পে স্কেল বাস্তবায়নের দাবি আদায়ের জন্য আগামীদিনের কর্মসূচি ঠিক করা হবে।