Logo
Logo
×

জাতীয়

বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পুনঃপর্যালোচনা ও সুপারিশের প্রক্রিয়ায় নতুন ধাপ শুরু করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন।

কমিশন আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে সভাপতিত্ব করবেন পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।

এর আগে ১–১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সমিতির মধ্যে অনলাইনে প্রশ্নমালা বিতরণ করে মতামত সংগ্রহ করা হয়েছিল।

জাতীয় বেতন কমিশন গত ২৭ জুলাই গঠিত হয়। তাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রদান করা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেতন কাঠামোর বিষয়টি আলাদা পে কমিশন দেখছে। তিনটি রিপোর্ট যাচাই–বাছাই করার পর চূড়ান্ত সুপারিশ নির্ধারণ করা হবে। বর্তমান সরকার কাঠামোর ভিত্তি স্থাপন করবে, এবং পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, গত আট বছরে এ খাতে বিশেষ কোনো পদক্ষেপ হয়নি। এবার বাজেটের বাস্তবতা ও সামাজিক ব্যয় বিবেচনায় রেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার