Logo
Logo
×

জাতীয়

পে স্কেল নিয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বসছে বেতন কমিশন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

পে স্কেল নিয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বসছে বেতন কমিশন

সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসের বিষয়ে আলোচনা করতে আগামী ২৩ নভেম্বর সচিবালয়ে বৈঠক আয়োজন করা হয়েছে।

জাতীয় বেতন কমিশনের আহ্বানে অনুষ্ঠিতব্য এই সভায় উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। বৈঠকের সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

কমিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংগঠন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান বেতন কাঠামো পুনর্মূল্যায়ন ও প্রস্তাব চূড়ান্ত করতেই এ আলোচনা করা হবে।

এর আগে ১–১৫ অক্টোবর নাগরিক, সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত নিয়েছিল কমিশন।

গত জুলাইয়ের শেষভাগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে ২৩ সদস্যের যে জাতীয় বেতন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে উল্লেখ ছিল—প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে কমিশন তাদের প্রতিবেদন সরকারকে জমা দেবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার