ওয়াজ মাহফিল নিয়ে কি আলোচনা হয়েছে জানালো প্রেস উইং
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) মতবিনিময় সভায় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে—এমন সংবাদকে সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দফতর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনারদের বৈঠকে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ করার বিষয়ে নির্বাচন আচরণবিধিতে স্পষ্ট নির্দেশনা যুক্ত করার প্রস্তাব দেন কয়েকজন ডিসি। প্রতিবেদনে নাম প্রকাশ না করা দুই ডিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট বিধান যোগ করা জরুরি।
তবে সিএ প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে জানায়, সংশ্লিষ্ট বৈঠকে দুইজন জেলা প্রশাসক এবং একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ করার বিষয়ে কেউ কোনো আলোচনা করেননি। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনামূলক বক্তব্যেও এমন কোনো মন্তব্য ছিল না। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশিত হয়েছে, যেখানে এ ধরনের কোনো বিষয় নেই।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।