Logo
Logo
×

জাতীয়

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার ঢামেকে মৃত্যু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ এএম

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার ঢামেকে মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন (৬৫) নামে এক আওয়ামী লীগ অসুস্থ হয়ে যান। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদের বাবার নাম আমজাদ হোসেন সিকদার। তিনি মিরপুরের ১২ নম্বর ওয়ার্ডের একজন সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন।

কারারক্ষী মেহেদী হাসানসহ দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা জানান, মুরাদ হোসেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিনটি বিচারাধীন হত্যা মামলায় বন্দি ছিলেন। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এবং পরে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার