Logo
Logo
×

জাতীয়

ব্রিটেনে হাইকমিশনারের আচরণে কমিউনিটি নেতারা ক্ষুব্ধ

হাইকমিশনার কর্তৃক সাংবাদিকদের হুমকি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৮ এএম

ব্রিটেনে হাইকমিশনারের আচরণে কমিউনিটি নেতারা ক্ষুব্ধ

যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন ও স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে সাম্প্রতিক এক বিতর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি হাই কমিশনের এক কর্মকর্তা ও হাইকমিশনার আবিদা ইসলাম কমিউনিটি লিডারদের বাংলাদেশ যাওয়ার পর তাদের দেখে নেবার হুমকি প্রদান করেন।

হাই কমিশনার নিজেও ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রথমে কমিউনিটি লিডারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশ সেন্টার হতে বেরিয়ে যান। রাস্তায় নেমে তিনি ব্রিটিশ পুলিশকে স্থানীয় লিডার ও সাংবাদিকদের বিরুদ্ধে বিচার দেন। তবে পুলিশ ঘটনায় হস্তক্ষেপ করে নাই এবং কোনো ব্যবস্থা নেয়নি বলে তথ্যমতে জানা যায়।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন স্থানীয় সূত্র জানিয়েছে, বিতর্কের পেছনে রয়েছে অব্যবস্থাপনা এবং হাইকমিশন কর্মকর্তাদের দায়িত্বহীন আচরণ।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার নিয়ে আগেও নানা অভিযোগ উঠেছিল। তিনি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমান ড. ইউনুসের সরকারের অধীনে যুক্তরাজ্যের হাই কমিশনার পদে তার নিয়োগ নিয়ে সমালোচনা ও আপত্তি উঠেছিল।

কমিউনিটি নেতারা আশা প্রকাশ করেছেন যে, ঘটনা পুনরায় ঘটার আগেই উচ্চ পর্যায়ের তদন্ত করে সমস্যার সমাধান করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার