Logo
Logo
×

জাতীয়

ভাইরাল ফোনালাপ নিয়ে যা জানাল ডিসি মাসুদ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

ভাইরাল ফোনালাপ নিয়ে যা জানাল ডিসি মাসুদ

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র–জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলমের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনালাপের একটি ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ডিসি মাসুদ।

মাসুদ বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। আমি তখন বলেছি, এখানে শিবির আছে। উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরও ফোর্স লাগবে। আমি তো মিডিয়াকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেইনি। এটা আমার আর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আলাপ।’

ডিসি মাসুদ আরও বলেন, ‘আমি নেগিটিভ কিছুই বলিনি। এখানে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু একটি গোষ্ঠী বিষয়টিকে অন্যদিকে ড্রাইভার্ট করার চেষ্টা করছে। আমরা সর্বদা চেষ্টা করছি, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা তো কারও পক্ষ নিয়ে কাজ করি না। ঢাকায় তো আরও আন্দোলন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি, শান্তভাবে সেটি মোকাবিলা করার।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার