রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আলাল উদ্দিন নামের এক সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল প্রায় ১০টার দিকে গাছা থানার তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাল উদ্দিন শেরপুর জেলার শ্রীবরদি থানার বায়াডাঙ্গা বাজার চেঙ্গুরতা গ্রামের মো. আজিজুলের ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুরের দক্ষিণ খাইলকুর এলাকার হান্নান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, দৈনন্দিন কাজে ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হন আলাল। গাছা এলাকার বিভিন্ন সাইটে শ্রমিকদের সরবরাহ করে বাড়ি ফেরার পথে তারগাছ এলাকায় একটি মোটরসাইকেল তাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আলাল শান্ত-স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি অনুরাগী এবং কখনো কারো সঙ্গে বিবাদে জড়াতেন না।
বাড়িওয়ালা হান্নান মিয়া বলেন, আলাল খুব সরল ও পরিশ্রমী ছেলে ছিল। একদিন পর আমার বাড়ির কিছু সেনেটারি কাজ করার কথাও বলে গিয়েছিল। সেই কাজ আর করতে পারল না সে।
নিহত আলালের স্ত্রী শাহিদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত রাতে স্বামী বিদেশ যাওয়ার ইচ্ছার কথা বলেছিল। অনুমতি চেয়েছিল। আমি ভাবার সময় চাইলে সে বলল, ঠিক আছে, পরে বলো। সেই পরে আর হলো না। সকালেই সবকিছু শেষ হয়ে গেল।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ নিজ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।