Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুললেন শশী থারুর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুললেন শশী থারুর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সোমবার। তবে এই রায়কে ‘খুব উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা শশী থারুর। সোমবার তিনি এই মন্তব্য করেন।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

আরও পড়ুন
শশী থারুর সাংবাদিকদের বলেন, ‘দেশে হোক বা বিদেশে, আমি মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না। তাই বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে।’

তিনি এই রায়কে মোটেও ইতিবাচকভাবে দেখছেন না। তিনি বলেন, ‘অন্য দেশের বিচার বিভাগের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না। তবুও বলতে হবে, আমি এটিকে কোনো ইতিবাচক ঘটনা মনে করি না। এটা খুব উদ্বেগজনক।’ ভারতের সংবাদ সংস্থা এএনআই সামাজিক মাধ্যমে থারুরের এই বক্তব্য প্রকাশ করেছে।

এর আগে এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার