Logo
Logo
×

জাতীয়

দিনভর উত্তেজনার পর ধানমন্ডিতে যান চলাচল স্বাভাবিক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ এএম

দিনভর উত্তেজনার পর ধানমন্ডিতে যান চলাচল স্বাভাবিক

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে উত্তেজনা বিরাজ করছিল। এতে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে সোমবার রাত ১০টার দিকে এলাকাটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়ে অবস্থান নিলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংখ্যা আরও বাড়তে থাকে এবং টানা আন্দোলন চলতে থাকে।

সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রাত সাড়ে ৮টার পর থেকে উত্তেজনা পুনরায় বাড়তে থাকে। পুলিশ ও আন্দোলনকারী ছাত্র–জনতার মধ্যে রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত চার দফায় ধাওয়া–পালটা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর রাত ১০টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার জন্য বিক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগমও বাড়তে থাকে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার