Logo
Logo
×

জাতীয়

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক তা জানাতে পারেননি আমিনুল হক।

এদিকে কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার